রাজশাহীর কাটাখালি এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিস্ফোরকসহ অস্ত্র কারবারি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোর ৪টার দিকে কাপাশিয়ার পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাপাশিয়া পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে অস্ত্র কারবারি আতিকুর রহমান আতিক এবং তার দুই সহযোগী মতিহার উপজেলার ঝড়ুর ছেলে শাহীন আলী ও নেছার আলীর ছেলে মো. শহিদুল।
এ সময় তাদের কাছ থেকে ৪ টি বিদেশি রিভলভার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্রিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, ২টি মোবাইল এবং ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয় ।
র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী আতিকের বাড়িতে অপারেশন চালিয়ে তাকে অবৈধ অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করত।
তিনি জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।