The news is by your side.

রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড়

0 83

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়দাবাদ, ফকিরাপুল ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডিসেম্বর মাস হওয়াতে অনেকের বাচ্চাদের স্কুল ও পরীক্ষা শেষ হয়েছে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে দু একদিন অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন অনেকে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, গণপরিবহনগুলোতে বাড়িফেরা যাত্রীদের চাপ রয়েছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর, সদরঘাট, মহাখালী ও গাবতলীমুখী পরিবহনে ভিড় সবচেয়ে বেশি। এসব স্টেশন থেকে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা লঞ্চে চেপে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এছাড়া সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

Leave A Reply

Your email address will not be published.