The news is by your side.

রাজধানীতে যান চলাচল কম

0 130

অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ শুক্রবার রাজধানীতে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে। রাজধানীর পল্টন, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, শ্যামলী ও কল্যাণপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

‘শুক্রবার দিন এমনিতে রাস্তাঘাট খালি থাকে। কিন্তু আজকে গাড়ি কম। সে তুলনায় মানুষ বেশি হয়ে গেছে।

আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ফলে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অন্য ছুটির দিনের তুলনায় যানবাহন কম হয়ে থাকতে পারে।

১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ কোথায় হবে, সেই ভেন্যু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনেতিক অঙ্গন। দলটির পক্ষ থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করতে চাইলেও অনুমতি দিচ্ছে না সরকার।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এ কারণে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবারের (৮ ডিসেম্বর) মতো শুক্রবারও রাজধানীর প্রবেশ মুখে কয়েকটি জায়গায় পুলিশের চেকপোস্ট দেখা গেছে।

এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর প্রবেশ পথে সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেকপোস্ট দেখা গেছে। এছাড়া ঢাকার অদূরে সাভার ও নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

 

Leave A Reply

Your email address will not be published.