The news is by your side.

রাজকীয় বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আসছেন রণবীর-দীপিকা

0 160

তারকাদের বিয়ের ছবি ও ভিডিও নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি। আর তা যদি হয় বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ের ভিডিও তাহলে তো কথাই নেই।  আর সেই চমকই দিতে চলেছেন রণবীর-দীপিকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই শুরু হতে চলেছে করণ জোহরের বহু আলোচিত ও বিতর্কীত শো ‘কফি উইথ করণ-৮’। আগামী শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে এই শোয়ের প্রিমিয়ারে বিশেষ চমক নিয়ে থাকছেন রণবীর-দীপিকা। এই প্রথমবারের মত ২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখাবেন রণবীর-দীপিকা।

৫ বছর আগে প্রিয় তারকা জুটির সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্য দেখতে পাবেন তাদের ভক্তরা। যে বিয়ে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দু’দিন ধরে হয়েছিল ‘দীপবীর’ -এর বিয়ের অনুষ্ঠান। এর আগে তারকা দম্পতির বিয়ের নানান ছবি সামনে এসেছে। এবার সেই বিয়ের সমস্ত রীতিনীতি  ভিডিও আকারে উঠে আসবে দর্শকের সামনে।

সঞ্জয়লীলা বনশালির ২০১৩ সালের সিনেমা গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা-এর ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ইতিমধ্যেই সেই সিনেমা মুক্তির ১০ বছর অতিক্রান্ত হয়েছে। রামলীলার পর বনশালির আরও দুটি পিরিয়ড ড্রামায় একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। একটি ‘বাজিরাও মাস্তানি’ অপরটি ‘পদ্মাবতী’। পর্দায় জুটি বেঁধে একসঙ্গে কাজ করার কারণেই দীপিকা-রণবীরের প্রেম আরও গভীর হয়। আগামীতে ‘সিংহম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.