রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রিসাইডিং কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছে। ওই প্রিসাইডিং কর্মকর্তার নাম আব্দুল হান্নান আরব। এ সময় পুলিশসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
জেলা পুলিশ সুপার আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় একদল দুর্বৃত্ত তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হান্নান আরবসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য, ৩ আনসার সদস্য, ২ নারী ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষনিকভাবে বাকি নিহত ও আহতদের নাম জানা যায়নি।