রাখি সাওয়ান্ত । দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে; একদিকে রাখি বলেছেন যে তিনি আদিল খানকে বিয়ে করেছেন। অন্যদিকে, রাখির সঙ্গে নিকাহের সত্যতা জানাতে ১০-১২ দিন সময় চাইছেন আদিল।
মা হতে চলেছেন রাখি
রাখি সাওয়ান্ত গর্ভবতী। আদিল খান দুররানির সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। রাখি সাওয়ান্ত সম্পর্কিত এই কথাটি শুনে আপনি অবাক হতে পারেন। তবে এর আগেই রাখির প্রতিক্রিয়া সামনে এসেছে।
রাখিকে যখন প্রশ্ন করা হয়, তিনি কি আদিলের সন্তানের মা হতে চলেছেন- এর জবাবে রাখি বলেন- নো কমেন্টস। এখন রাখি সাওয়ান্তের গর্ভধারণের জল্পনা নিয়ে কিছু না বলা ভক্তদের অবাক করে দিচ্ছে।
রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কের মধ্যে রয়েছে। প্রথম বিয়ে হয়েছিল রিতেশের সঙ্গে। প্রথমে মানুষ কয়েক মাস ধরে তাদের গোপন বিয়ের কথা বিশ্বাস করতে পারেনি। লোকে এটাকে রাখির নতুন পাবলিসিটি স্টান্ট হিসেবে দেখছিল।
এরপর রাখি যখন রিতেশের সঙ্গে বিগ বসে আসেন, তখন মানুষ তাদের বিয়েতে বিশ্বাস করে। শো থেকে বের হওয়ার পর তাদের দুজনের নতুন সমস্যা সামনে এসেছে। রাখি ও রিতেশের বিয়েতে অনেক ঝগড়া হয়েছিল
অবশেষে তাদের ডিভোর্স হয়ে যায়। রীতেশের কাছ থেকে ব্যথা পেয়ে রাখির জীবনে আসেন আদিল খান দুররানি। দুজনের প্রেমের গল্প দেখে আমার মনে হয়েছে তারা সবসময় একসাথে থাকবে। এখনও দুজনে একসঙ্গে থাকলেও অনেক টুইস্ট এসেছে।
আচমকাই আদিলের সঙ্গে গোপন বিয়ের কথা প্রকাশ করলেন রাখি। ড্রামা কুইন দাবি করেন, ৭ মাস আগে তার বিয়ে হয়। বিয়ের ছবি, ভিডিও এবং বিয়ের সার্টিফিকেটও শেয়ার করা হয়েছে। ভক্তরা রাখিকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছিলেন,
তখনই জানা গেল রাখি বাধ্য হয়ে বিয়ের বিষয়টি ফাঁস করেছেন। আদিল তাদের প্রতারণা করছে বলে তাদের সন্দেহ হয়। বিয়ের কথা স্বীকারও করেছেন রাখি। কিন্তু আদিল কিছু বলতে রাজি নয়।