The news is by your side.

রাকুলপ্রীত সিং : মাদক কাণ্ডে ফের ইডির সমন!

0 116

ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র থেকে সমন পেলেন রাকুলপ্রীত সিং। এর আগে ২১ সালে আর্থিক মামলা এবং আর্থিক কেলেঙ্কারির কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। খবর, মাদক মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচার কেলেঙ্কারিতে নাকি যুক্ত দক্ষিণী বিনোদন দুনিয়ার একাধিক অভিনেত্রী। সেই দলে রয়েছেন রাকুলপ্রীতও। তাই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

গত ৪ বছর ধরে মাদক এবং আর্থিক কেলেঙ্কারিতে আরব সাগরের তীরের মায়ানগরী এবং দক্ষিণী বিনোদন দুনিয়ার যোগসাজশের বিষয়টি তদন্ত করছে ইডি। রাকুলপ্রীতের মতোই একাধিক অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যেই ইডির জেরার মুখে পড়েছেন।

বিনোদন দুনিয়া মাদকচক্রের সঙ্গে যুক্ত। এই খবর প্রথম প্রকাশ্যে আসে ২০১৭-র জুলাইয়ে। গোপনসূত্রে খবর পেয়ে সেই সময় কাস্টমস কর্মকর্তারা সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস-সহ আরো অন্য দু’জনের থেকে মোট ৩০ লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করেন। এরপরেই বিনোদন দুমিয়া থেকে ডাক পান রবি তেজা, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং বাহুবলী-খ্যাত রানা দাগ্গুবতী।

এর আগে সাক্ষাৎকারে মামলা সম্পর্কে এক ইডি আধিকারিক বলেছিলেন, “এই নিয়ে তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ প্রায় ১২টি মামলা দায়ের করেছিল। এর মধ্যে ১১টির চার্জশিট দেওয়া হয়েছিল। আট জনের বিরুদ্ধে তখন মামলায় চার্জশিট পেশ করা হয়েছিল। তারা খুবই নীচুস্তরের মাদক পাচারকারী। পাশাপাশি, আবগারি আধিকারিকদের সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। প্রমাণ না পাওয়া পর্যন্ত তারকারা সাক্ষী হিসেবে গণ্য। তদন্তে তাই কিছু নামী-দামি অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.