The news is by your side.

রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

0 324

 

 

অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে করে মালদ্বীপে পাড়ি জমান তিনি।

দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এরপরই প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের পলায়নের পর শ্রীলংকার শাসনভার কার হাতে। কার নির্দেশে পরিচালিত হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি।

গোতাবায়া দেশ ছাড়ার পর বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। তারা আজও সকালে রাস্তায় নেবে প্রতিবাদ করতে থাকেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবি করেন তারা।

গোতাবায়া দেশ ছাড়ার পরই বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই আবহে শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।

শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, রাষ্ট্রপতি রাজাপাকসে তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট  হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে।

বুধবার  শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়ে পৌঁছেছেন গোতাবায়া। রাষ্ট্রপতি পদ থেকে আজই পদত্যাগ করতে পারেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.