৯০-এর দশকের নস্টালজিয়াকে উসকে দিতে ‘শক্তিমান’ আসছে এ খবর অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। সনি পিকচার্সের পক্ষ থেকে গত বছর এই সিনেমার কথা ঘোষণাও করা হয়, তবে কে হচ্ছেন বড় পর্দার শক্তিমান তাই নিয়ে ছিলো নানা জল্পনা। এবার সেই জল্পনাকে সত্যি করতেই অভিনেতা প্রযোজক টোভিনো থমাস ইঙ্গিত দিলেন রণবীর সিং হতে পারে শক্তিমান।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযাযী,‘শক্তিমান’ সিনেমাটি সোনি পিকচার্স এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সহ প্রযোজনায় তৈরি হবে। এদিকে এর আগে জানা গিয়েছিল, রণবীর সিংকে শক্তিমানে মুখ্য নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। রণবীর শক্তিমান চরিত্রটি নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন।
এছাড়া টোভিনো থমাস কিছুদিন আগেই ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। সেই লাইভের কমেন্ট বক্সে রণবীর সিং-কেও দেখা গেছে। কমেন্টে ঢুকে তিনি লেখেনন, ‘মুম্বাই থেকে ভালবাসা।‘ টোভিনো এই মন্তব্য দেখে রণবীর সিংয়ের প্রশংসা করেন। টোভিনো জানান যে তিনি কীভাবে পরিচালক বাসিল জোসেফের সঙ্গে কথা বলছিলেন। তিনি তাকে জানান, যে রণবীরের সঙ্গে সুন্দর সময় কাটানোর কথা।
বাসিল জোসেফ নাকি ‘শক্তিমান’ ছবির পরিচালক। আর তাতেই দুই দুই চার করে নিয়ে মনে করা হচ্ছে বাসিল জোসেফের পরিচালনায় শক্তিমান হচ্ছেন রণবীর সিং।
এদিকে ফারহান আখতারের ডন-থ্রিতেও নতুন ডন হিসাবে দেখা যেতে চলেছে রণবীর সিংকে।