জ্যাকুলিন ফার্নান্দেজকে ভারতীয় ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কাঠখড় পোড়াতে হচ্ছে । বারবার আদালত ও গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যেতে হচ্ছে তাকে। বিতর্ক পিছু ছাড়ছে না বলিউড নায়িকার।
তবে এত বিতর্কের মধ্যে পেশায় মনোযোগী জ্যাকুলিন। শুক্রবার মুক্তি পেয়েছে জ্যাকুলিনের নতুন ছবি ‘সাকার্স’। এই ছবিতে রণবীর সিংয়ের নায়িকা তিনি।
এক সাক্ষাৎকারে জ্যাকুলিন ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ফাঁস করেন। জানান, ছবির শ্যুটিংয়ের প্রথম দিন বেজায় নাভার্স ছিলেন তিনি। শুটিং সেটে বিরাট কাণ্ডও ঘটিয়ে বসেন।
পরিচালক রোহিত শেট্টির এই ছবির সেটে নায়ক রণবীর ও অভিনেতা বরুণ শর্মাকে কষিয়ে চড় মেরে বসেন জ্যাকুলিন।
শ্রীলংকান সুন্দরী জানান, ‘প্রথম দিন শুটিংয়ে আমি খুব নার্ভাস ছিলাম। শট চলছিল সেখানে আদতেই আমি রণবীর ও বরুণকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে চড় মারার অভিনয় না করে বাস্তব কষিয়ে চড় মারি। এর পর আমার হুশ আসে।
ছেড়ে দেওয়ার পাত্র নন রণবীর। ফুট কেটে পাশ থেকে নায়ক বলেন, ‘হ্যাঁ, ওর বরফ গলানোর চক্করে আমার তো চোয়াল ভেঙে যাচ্ছিল, আমাকে তো সেখানে বরফ ঘষতে হয়েছে তার পর’।