রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ভক্তদের উত্তেজনা যেন সবসময়ই তুঙ্গে৷ তাদের একসঙ্গে পর্দায় দেখার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা৷ রামলীলা সিনেমার পর থেকেই এ তারকা জুটির রসায়ন দর্শকমনে জায়গা করে নিয়েছে৷ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করে বাজিমাত করার পর বিয়ে করে চুটিয়ে সংসারও করছেন দীপবীর।
পর্দা ও বাস্তব দুই জায়গাতেই তাদের রসায়নে দর্শকরা মজলেও দীপিকার নাকি মোটেই পছন্দ নয় রণবীরের সঙ্গে তার নিজের রসায়ন৷ আর একথা প্রকাশ্যেই জানালেন অভিনেত্রী৷
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করণ জোহরের কফি উইথ করণ শো-এর রণবীর সিং ও দীপিকা পাডুকোনের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দীপিকা প্রকাশ করেছেন রণবীরের সঙ্গে নয় হৃতিকের সঙ্গেই তার রসায়ন ভালো লাগে।
দীপিকার মতে, আমার মনে হয় হৃতিক রোশনের সঙ্গে আমার রসায়ন বেশ নজরকাড়া৷ ‘ফাইটার’ ছবিতে সকলে তা দেখতে পাবেন৷
রণবীর জানান, তাদের দুজনের রসায়ন মোটেই পছন্দ নয় দীপিকার৷ অভিনেত্রীর মনে হয় তাকে রণবীর কাপুরের সঙ্গেই ভাল মানায়, আর আমাকে অনুষ্কা শর্মার সঙ্গে৷ তবে আমি দীপিকাকে ভুল প্রমাণ করে দেখাবো ৷