The news is by your side.

রওশন এরশাদের ‘অব্যাহতির’ ঘোষণা আমলে নিচ্ছেন না চুন্নু

0 101

 

জি এম কা‌দের‌কে অব্যাহতি দি‌য়ে জাতীয় পা‌র্টির চেয়ারম্যানের দা‌য়িত্ব গ্রহ‌ণের যে ঘোষণা রওশন দি‌য়ে‌ছেন, তার মূল্য নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আগেও রওশন এরশাদ দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। ওনার বক্তব্য আমলে নিচ্ছি না।’

মু‌জিবুল হক চুন্নু‌কেও ‘অব্যাহতি’ দি‌য়ে‌ছেন রওশন। এর প্রতি‌ক্রিয়ায় রোববার দ‌লের বনানী কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে চুন্নু ব‌লে‌ছেন, চেয়ারম্যান-মহাসচিবকে বাদ দিয়েছেন এটা এ নিয়ে তৃতীয়বার। দুইবার নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে আবার প্রত্যাহার করেছিলেন এই বলে যে, ওনার ঘোষণাটা ঠিক না।

রওশ‌নের ঘোষণা অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে চুন্নু বলেন, ‘জাপার গঠনতন্ত্রে এমন কোনো ধারা নাই, যাতে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। এই ঘোষণার কোনো ভিত্তি নাই। এই ধরনের কোনো ক্ষমতা রওশন এরশা‌দের নেই। গঠনতন্ত্রের বাইরে যে কোনো ব্যক্তি মনের মাধুরি মিশিয়ে যে কোনো কথা বলতেই পারে, এসব কথার কোনো ভিত্তি নাই। তাদের এই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই।’

রওশন এরশাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে চুন্নু বলেন, ‘তি‌নি জাপা‌র প্রতিষ্ঠাতার স্ত্রী। শ্রদ্ধার কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। যা আলংকারিক পদ। এ পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আর যারা তার স‌ঙ্গে আ‌ছেন তারা দ‌লের কেউ না।

Leave A Reply

Your email address will not be published.