The news is by your side.

যৌন হেনস্থার শিকার নিক !

এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন

0 872

 

 

প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস যৌন হেনস্থার শিকার হয়েছেন । লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর পরই এমনই একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর পা, পশ্চাৎদেশ ও ঊরুতে পিছন থেকে হাত দিচ্ছেন। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। সে সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। শো চলাকালে মঞ্চের কোনায় দাঁড়িয়ে পারফর্ম করছিলেন নিক জোনাসসহ তিনজন।

আর তাদের দুই দিকে ছিলেন দর্শকরা। প্রথমে নিকের পা ধরে টানেন অভিযুক্ত নারী। বিষয়টি পপ তারকার নিরাপত্তা রক্ষীদের নজর এড়ায়নি। তারা ওই নারীকে সতর্ক করে দেন। কিন্তু তাতে কাজ হয়নি। এর পরেও নিকের পশ্চাৎদেশ ও ঊরুতে পেছন থেকে হাত দেন ওই নারী। চমকে ওঠেন নিক। ঘটনা পেছনে ঘুরে দেখেন তিনি। তবে পরে আবারও পারফরমেন্স শুরু করেন।

নিক প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। যদিও তার ভক্তরা চুপ থাকেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন নিক।

 

 

Leave A Reply

Your email address will not be published.