অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘যৌন হেনস্তা কোনো তুচ্ছ ঘটনা নয়। কোনো ক্ষমা নেই এর। প্রযোজকেরা ভাবতে পারেন সব থেমে গেছে, কিন্তু একেবারেই সেটা নয়। আমি ছেড়ে দেব না!’
স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।
অভিযোগের পর মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে স্বস্তিকা জানিয়েছেন, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। যেহেতু ‘শিবপুর’ স্বস্তিকার ছবি, তাই ভক্তদের জন্য ট্রেলার শেয়ার করবেন।