The news is by your side.

যৌনতায় সম্মতির বয়সসীমা ১৩ থেকে ১৬ করতে চায় জাপান

0 121

যৌন মিলনে সম্মতি প্রদানের ক্ষেত্রে বৈধ বয়সসীমা ১৩ থেকে ১৬ বছর করার আহ্বান জানিয়েছে জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্যানেল। খবর: বিবিসি’র।

জাপানের বর্তমান আইন মোতাবেক, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকেই প্রমাণ হাজির করতে হয়। নতুন প্রস্তাবে এ জায়গাটিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।

২০১৯ সালে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় জাপানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর থেকেই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ ও হয়রানির আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় জাপানে।

বর্তমানে উন্নত দেশগুলোর মধ্যে জাপানে যৌন সম্মতি প্রদানের বয়সসীমা সবচেয়ে কম। জি-৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যেও জাপান সর্বনিম্ন। জার্মানি ও ইতালিতে এই বয়স ১৪ বছর আর ফ্রান্স ও গ্রিসে ১৫ বছর। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তা ১৬ বছর।

জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুকে আসানুমা বলেন, ‘ধর্ষণ মামলায় ভুক্তভোগীর জয়কে সহজ করা বা কঠিন করার বিষয় নয় এটি, বরং সঠিক রায়ের অর্থাৎ বিচারের ধারাবাহিকতা নিশ্চিতের লক্ষ্যে এটি করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.