The news is by your side.

যৌনতায় চূড়ান্ত অতৃপ্তি, ৭ খাবারে যৌনসুখ!

0 116

আপেল খেয়ে যৌনতা জেনেছিল আদম-ইভ? নাকি যৌনতায় তৃপ্তি আনতেই আপেল খেয়েছিল? এই প্রশ্নের সদুত্তর নেই। কিন্তু যৌনতার যে প্রচণ্ড প্রয়োজন সে কথা চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে। সম্পর্কে, দাম্পত্যে, শরীর-মনের সুস্থতায় যৌনতার গভীর প্রভাব। অসুখী যৌনতা অসুস্থ সম্পর্কের মূল কারণ।

বিজ্ঞান বলছে, সাতটা সহজ খাবারে লুকিয়ে যৌনসুখের চাবিকাঠি। আপনার ডায়েটে ঘুরিয়েফিরিয়ে এই খাবারগুলো রাখুন। আর দেখুন ম্যাজিক—

ডার্ক চকোলেট: এই বিশেষ চকোলেটে ভরপুর ফেনিলেথিলেমাইন রয়েছে। যা এন্ডোরফিন বাড়াতে সহযোগিতা করে। এই হরমোন মন ভাল রাখে। ফ্ল্যাভনয়েডস রক্তসঞ্চালন বাড়ায়। যা উদ্দীপনার কাজ করে।

আপেল: আদম-ইভ কি বুঝেই এই ফলটিকে বেছেছিল? বিজ্ঞান বলছে, এর মধ্যে থাকা উপাদান উদ্দাম যৌনসুখ বাড়ায়।

ডুমুর: এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড যৌনক্ষমতা বাড়ায়। লিবিডোর পরিমাণ বাড়ায়।

স্যামন মাছ: ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই উপাদান শিরা-ধমনির মধ্যে রক্ত চলাচল সহজ করে। যা যৌনতার তীব্রতা বৃদ্ধিতে সহযোগিতা করে।

আদা: রক্ত চলাচল বাড়ায়। সঞ্চালনে গতি আনে। শরীরের উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে। এই সব কটিই চূড়ান্ত যৌন সুখ এনে দেয়।

স্যালারি: এন্ডোর্সটেনন যৌনসুখের অন্যতম উপাদান। বিপরীত লিঙ্গের প্রতি শারীরিক ও মানসিক আকর্ষণ বাড়াতে সহায়তা করে।

তরমুজ: এতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে। আর থাকে প্রচুর জলীয় পদার্থ। যা যৌন মিলনের সময় যৌনিপথ প্রাকৃতিক ভাবেই পিচ্ছিল করে।

 

Leave A Reply

Your email address will not be published.