The news is by your side.

যে কারনে ঈদে ছেলের সঙ্গে দেখা করেননি শরীফুল রাজ

0 104

 

ঢালিউড অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন চিত্রনায়িকা পরীমণি। পূণ্যেকে নিয়ে একাই ঈদ উদযাপন করেছেন পরীমণি। সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমনি।

জানা গেছে, বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমনি। সংবাদমাধ্যমকে একাধিকবার জানিয়েছিলেন ছেলের কোনো খোঁজখবর নেন না রাজ। এবার জানা গেল গতকাল বৃহস্পতিবার ঈদের দিনও ছেলেকে দেখতে যাননি রাজ। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন বিষয়টি, সঙ্গে জানিয়েছেন কারণও।

তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি। অস্বীকার করার উপায় নেই, বিচ্ছেদের পর আমার আর পরীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই। বিষয়টি এমন একটি জায়গা এখন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে।

এ ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন, সেভাবেই আমাকে চলতে হবে। তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে আমার সন্তান। সে হাসিখুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

রাজ এবারের ঈদ কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ঈদ উপলক্ষে রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবি তিনটি হলো ‘কাজলরেখা, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’। মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাগুলো।

Leave A Reply

Your email address will not be published.