The news is by your side.

যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না: আইনমন্ত্রী

0 99

 

সাগর-রুনি হত্যার বিচার নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

বৃহস্পতিবার ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশকে ৫০ বছর সময় দিতে হবে।’

সচিবালয়ে করা সেই প্রশ্নের সূত্র ধরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে পাল্টা প্রশ্নের মুখোমুখি হন আইনমন্ত্রী। এসব প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের দিকেই প্রশ্ন ছুড়ে দেন, ‘ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপে যান কেন?’

আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে (সাগর-রুনি হত্যার) সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রকৃত অপরাধীকে ধরা উচিত। আমাদের আইনি কাঠামোতে বলা হয়, যে অপরাধী নয়, তাকে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে। সেই কারণে আমি এই কথা বলেছি। আপনারা (সাংবাদিক) গেলেন ক্ষেপে।’

এই মামলার তদন্ত ধীর গতি হচ্ছে কিনা এবং এরকম বিলম্বে তদন্তের আর নজির আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি যে কারণে সময়ের কথাটা বলেছি। বিশ্বে এমন অনেক মামলা আছে। ৪২ বছর পরে ইউনাইটেড কিংডমে (যুক্তরাজ্য) একটি খুনের মামলার আসামিদেরকে ধরতে পেরেছে। অ্যামেরিকায় (যুক্তরাষ্ট্র) কিছুদিন আগে, ২৪ বছর আগের একটি খুনের মামলার রহস্য উদ্ঘাটন করেছে। আমার কথা হচ্ছে, পুলিশ চেষ্টা করছে। তাদের তদন্ত চলছে। প্রকৃত আসামিকে এখন পর্যন্ত তদন্তে ধরা যাচ্ছে না, এ জন্য তদন্তে সময় লাগছে।’

আখাউড়া রেলওয়ে স্টেশনে ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা কি চান তদন্ত বন্ধ হয়ে যাক। আমি এই কারণেই বলেছি, যতক্ষণ পর্যন্ত অপরাধিকে না ধরা হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে।’

আইনমন্ত্রী বলেন, ‘এটা (সাগর-রুনি হত্যার বিচার সংক্রান্ত প্রশ্নের জবাব) বিতর্কের প্রশ্ন না। আমার কষ্ট হয়। আপনাদের (সাংবাদিক) জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদেরকে ধরার জন্য সবরকম চেষ্টা করেও যদি সময় লাগে ও আপেক্ষিকভাবে আমি বলেছি ৫০ বছরও যদি লাগে।’

ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনাসহ আরও অনেকে।

ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সোয়া ১০টার দিকে আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন।

 

Leave A Reply

Your email address will not be published.