The news is by your side.

যুদ্ধ এবার রাশিয়ার ভূমিতে যাচ্ছে: জেলেনস্কি

0 234

 

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে।

দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে ‘অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সঙ্গত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি ড্রোন অফিস ভবনে আঘাত হানে।

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার জের ধরে শহরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ড্রোন হামলার পর রোববার (৩০ জুলাই) পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাংকিভস্ক শহর থেকে এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, “রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আজ ৫২২তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহেই সমাপ্ত হবে। তবে ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। আর এটি অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সঙ্গত।”

Leave A Reply

Your email address will not be published.