The news is by your side.

যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে শোক জানানো নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে : সাদ্দাম

0 126

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানানো ছাত্রলীগের নেতাকর্মীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

রোববার সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ইতোমধ্যে ছাত্রলীগের বেশকয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা নিতে শুরু করেছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। এ নিয়ে কাজ চলছে। কারণ বাংলাদেশ ছাত্রলীগের নিদিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বিশেষ করে যারা শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত তাদের বিষয়ে সব কিছু যাচাই-বাছাই করা হয়ে থাকে।

তিনি বলেন, সাঈদীর মৃত্যুতে শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা শোক জানিয়েছে এমনটি নয়। আমরা দেখেছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় যিনি অভিযুক্ত তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল যুদ্ধাপরাধীর পক্ষে প্রকাশ্যে অংশ নিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিএনপি যে যুদ্ধাপরাধীদের প্রধান মুখপাত্র সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশের মাধ্যমে তা প্রমাণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.