চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত এক বছরে অবৈধভাবে চীনের আকাশসীমায় ১০ বারের বেশি বেলুন উড়িয়েছে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, এভাবে অবৈধভাবে অন্য দেশের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো বিষয় নয়।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। চীনকে গালি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত আয়নায় নিজের মুখটি দেখা।
গত শনিবার যুক্তরাষ্ট্র ক্যারোলিনা উপকূলে যুদ্ধবিমান দিয়ে একটি সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করে। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চীন। বেলুনটি ভূপাতিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক রীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে দেশটি।
চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করে চীন। এ ঘটনায় নির্ধারিত চীন সফর স্থগিত করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দুই দেশের সম্পর্কে দেখা দেয় বিশেষ উত্তেজনা।