The news is by your side.

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

0 207

১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রী আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। এরপর  ৪ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে ।

১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুল্লেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে যাত্রা করে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বাসস’ কে এ কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.