যুক্তরাষ্ট্রের একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়।
কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো একটি সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকহামলায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ক্লাব কিউতে হামলার পরে তাকে আহত হওয়ার জন্য চিকিত্সা করা হচ্ছে। তবে হামলার পেছনে উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব কিউ কর্তৃপক্ষ।