The news is by your side.

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় বাইডেন

0 131

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেখানে ডেমোক্রেটরা সেনেট ও প্রতিনিধি পরিষদ দুটিরই নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস৷

মধ্যবর্তী নির্বাচনে ভালো করবেন বলে কয়েকমাস আগেও তারা আশাবাদী ছিলেন৷ কিন্তু এখন সেই আশায় পরিবর্তন এসেছে বলে স্বীকার করেন তারা৷ মূল্যস্ফীতির উচ্চহার এর অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন তারা ৷

জরিপে দেখা গেছে, সেনেটের যে আসনগুলোতে ডেমোক্রেটরা সহজেই জিতবে বলে একসময় মনে করা হয়েছিল সেগুলোতে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে৷ আর যে আসনগুলোতে শক্ত লড়াই হবে বলে মনে করা হয়েছিল সেগুলো এখন রিপাবলিকানদের দিকে ঝুঁকছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে আশা করেছিলেন যে, ডেমোক্রেটরা সেনেট ও প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারবে৷ কিন্তু গত সপ্তাহে তিনি স্বীকার করেন, লড়াই কঠিন হয়ে উঠেছে৷ তবে ৮ নভেম্বরের আগে ভোটাররা আবারও ডেমোক্রেটদের দিকে ঝুঁকবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন৷

সেনেট ও প্রতিনিধি পরিষদের দুটি বা যে-কোনো একটির নিয়ন্ত্রণ পেলেই রিপাবলিকানরা আগামী দুই বছর বাইডেনের প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে৷ যেসব ইস্যুতে বাইডেন আইন পাস করতে চান যেমন পারিবারিক ছুটি, গর্ভপাত, পুলিশ সংস্কার ইত্যাদিতে রিপাবলিকানরা বাধা দিবেন৷ আর অভিবাসন কমাতে নতুন আইন পাস করার চেষ্টা চালাবেন রিপাবলিকানরা৷ এছাড়া ডেমোক্রেটদের অর্থ খরচ, বিভিন্ন ব্যবসায়িক চুক্তি ও বাইডেনের ছেলে হান্টারের ব্যক্তিগত জীবন নিয়ে রিপাবলিকানরা তদন্ত শুরু করবে বলেও আশঙ্কা করছেন ডেমোক্রেটরা৷

রিপাবলিকান কয়েকজন আইনপ্রণেতা এও বলছেন যে, তারা বাইডেন, তার মন্ত্রিসভার সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিশংসিত করার আশা করছেন৷ হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে জানান, যে-কোনা বাধা ও তদন্তের জবাব দিতে প্রস্তুত হচ্ছে হোয়াইট হাউস৷

হাতে হাতুড়ি দেয়া হলে রিপাবলিকানরা কী করতে পারে সেটা কোনো রহস্যের বিষয় নয়, রয়টার্সকে বলেন হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্ট এরিক শুলৎস৷ ভবিষ্যতে যে-কোনো তদন্তের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিতে এ বছরের শুরুতে প্রখ্যাত আইনজীবী রিচার্ড সাওবারকে স্পেশাল কাউন্সিল নিয়োগ দেয় হোয়াইট হাউস৷

Leave A Reply

Your email address will not be published.