যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে গতকাল বৃহস্পতিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি আছড়ে পড়লে একটি মোবাইল বাড়ি ধ্বংস হয়েছে। এতে পাইলটসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স, সিএনএন ও সিবিএস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নির্বাপক কর্মকর্তারা স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বিধ্বস্তের খবর পান। এক সংবাদ সম্মেলনে সিটি ফায়ার প্রধান স্কট এলার্স বলেছেন, তারা চারটি বাড়িতে আগুন লাগার খবর পেয়েছেন। এর মধ্যে একটি বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে।পরবর্তী সময়ে তিনি এই বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানান।
তবে ঠিক কতজন নিহত হয়েছেন সেই সম্পর্কে কিছু বলেননি। স্কট বলেন, বিধ্বস্ত বিমানটি প্রধানত একটি মোবাইল বাড়িতে পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গেল ইঞ্জিনের বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।