The news is by your side.

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

0 131

 

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাডায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, আরকানসাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ‘সিটিইএইচ’ নামে স্থানীয় একটি পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচ কর্মী প্রাণ হারিয়েছেন। পাইলটও ওই সংস্থারই কর্মী ছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এক বিবৃতিতে বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেমসা হেলথ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সীমান্তবর্তী এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।’

বিমানটি ওহিও যাচ্ছিল বলে জানিয়েছে এফএএ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও রোগীর এক স্বজন ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.