The news is by your side.

যুক্তরাষ্ট্রের সমর্থন ইউক্রেনের ধ্বংস ডেকে আনবে:  মারিয়া জাখারোভা

0 171

যুক্তরাষ্ট্রের কিয়েভের অবস্থান শক্তিশালী করার মনোভাব ইউক্রেনের ধ্বংস ডেকে আনবে।

বুধবার  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার বেতার স্পুটনিক রেডিওকে জানায়, যুক্তরাষ্ট্র এমন একটি দেশকে অস্ত্র সরবরাহ করছে, যে দেশটিকে তারা খুব যত্ন করে বহুদিন ধরে গড়ে তুলেছে। এটি একটি দ্বন্দ্বের বিষয়।

তারা এই দ্বন্দ্বকে বাড়িয়ে তুলতে চায়। তবে তাদের এই প্রচেষ্টা বিপরীত ফলই দেবে। ওয়াশিংটনের এই অবস্থান দ্বন্দ্বকে কেবল বাড়িয়েই তুলবে এবং যা ইউক্রেনকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে।

তিনি বলেন, ইউক্রেনের অনেকেই এটি ইতোমধ্যেই বুঝতে পেরেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভূখণ্ডে কোনো শান্তি, সমৃদ্ধি বা গণতন্ত্র আনার পরিকল্পনা করেনি। যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বকে কেবলই নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তারা একে প্রশিক্ষণক্ষেত্র ও উপকরণ হিসেবে ব্যবহার করছে।

ইউরোপীয় ও ইউরেশিয়া বিষয়ক মার্কিন উপসচিব কারেন ডনফ্রিডের মন্তব্যের প্রতিক্রিয়ায় জাখারোভার এই মন্তব্য করেন।

ডনফ্রিড বলেছিলেন, তারা ইউক্রেনের জনগণকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবেন। রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে তাদের নিজেদের এবং তাদের ভূখণ্ডকে রক্ষায় সহায়তা প্রদান করবেন। যত দিন লাগবে তারা এটা করে যাবেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.