The news is by your side.

যুক্তরাষ্ট্রের ভিসার ছবি কাকে উদ্দেশ করে দেখালেন পূজা চেরি?

0 161

শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস নিয়ে চলচ্চিত্রপাড়া যখন উত্তপ্ত তখন নতুনভাবে নিজেকে আলোচনায় আনলেন পূজা চেরি।

এবার পূজা চেরি নিজেই জানালেন ভিসা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসার ছবি তুলে ফেসবুকে দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘লিখেছেন ফাইনালি এটা পেলাম। ’

কিন্তু প্রশ্ন উঠেছে, কাকে এই ভিসার ছবি দেখালেন পূজা? কাউকে উদ্দেশ করে কি তিনি ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করলেন ফেসবুকে? এই পোস্টে নিশ্চয়ই কোনো ইঙ্গিত রয়েছে। সেই ইঙ্গিতটা কী? শাকিব-বুবলী প্রসঙ্গ জড়িত কি না এমন প্রশ্নও তুলেজেন নেটিজেনরা। কেননা কদিন পরেই শাকিব যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন।

পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর আগেই শোনা গিয়েছিল। সেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে শোনা যায়। তবে সে যাত্রায় পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

সব কিছু ঠিক থাকলে এই অক্টোবরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। এখন শারদীয় দুর্গাপূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী পূজা চেরি ।

Leave A Reply

Your email address will not be published.