The news is by your side.

যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন দেয়া বন্ধ করা:  ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

0 122

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন দেয়া বন্ধ করা। তাদের উচিত এ ধরনের সমর্থন বন্ধ করা এবং শান্তির জন্য আলোচনা শুরু করা।’

চীন সফর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন লুলা। এ সময় তিনি মন্তব্য করেন, ইউরোপীয় ইউনিয়নকেও শান্তির জন্য আলোচনা শুরু করতে হবে। চীন সফরকালে লুলা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

লুইজ ইনাসিও লুলা দা সিলভার এই সফর বিশ্বমঞ্চে ‘ব্রাজিল ফিরে এসেছে’ এই বার্তা দেয়। তিনি বেইজিং থেকে সংযুক্ত আরব আমিরাতে একদিনের সরকারি সফরে যাচ্ছেন এবং সেখানে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।

লুলা বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধকে উৎসাহিত করা বন্ধ করতে হবে এবং শান্তি আলোচনা শুরু করতে হবে। ইউরোপীয় ইউনিয়নকে শান্তির কথা বলা শুরু করতে হবে।’

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে বোঝাতে হবে যে, ‘বিশ্ব স্বার্থের জন্য শান্তি প্রয়োজন’।

Leave A Reply

Your email address will not be published.