The news is by your side.

যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের পর্যবেক্ষক টিম আসছে ২৮ জুলাই

0 127

 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ছয়টি দেশ থেকে ৬ জনের একটি দল আগামী ২৮ জুলাই বাংলাদেশ সফরে আসছে। ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে তারা বাংলাদেশে আসবেন।

সোমবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

অধ্যাপক আবেদ আলী বলেন, আগামী ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, চীনের ৬ সদস্যের দ্বিতীয় টিম বাংলাদেশ সফরে আসবে। ছয় সদস্যের এ দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়ন করে একটি প্রতিবেদন প্রকাশ করবে। সফরকালে তারা নির্বাচন কমিশন, সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি বলেন, ইএমএফের আমন্ত্রণে আসা দ্বিতীয় এ টিমে রয়েছেন- যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক মিস্টার টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক মিস্টার নিক পউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী মিস্টার পার্ক চুং চাং, জাপানের সমাজকর্মী ইউসুকি সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

ইএমএফ চেয়ারম্যান আরও বলেন, আগামী ২৯ জুলাই সকালে নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন তারা। ৩০ ও ৩১ জুলাই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের সঙ্গে মতবিনিনয় করবেন। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

Leave A Reply

Your email address will not be published.