The news is by your side.

যুক্তরাজ্যে যাত্রা শুরু হলো সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের

0 83

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এই রোগের চিকিৎসা করতে লাখ লাখ কিংবা কোটি টাকাও খরচ হয়। সেসব চিন্তা থেকেই চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণা দেন সাকিব আল হাসান। ক্যানসার আক্রান্ত রোগীদের সচেতনতা ও চিকিৎসা সহায়তায় এবার যুক্তরাজ্যে যাত্রা শুরু করল ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন।’

রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে এক গালা ডিনারে যুক্তরাজ্যে ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব।

এ সময় সাকিব বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতি উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিন এক ভিডিওবার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার আক্রান্ত রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশি এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খানসহ অনেকেই।

এদিকে আগামী মঙ্গলবার চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।

Leave A Reply

Your email address will not be published.