যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তাদের শাস্তি পেতেই হবে। আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এ কথা বলেন।
এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকলের, এখানে সাম্প্রদায়িক বিষবাষ্প না ছড়াতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ।
তিনি বলেন, আলেমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন, তা অতীতে অন্য কোনো সরকার করেনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, অভিনেত্রী তারিন জাহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।