আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা কোনোভাবেই রাষ্ট্র মেরামত করতে পারবে না।
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কীভাবে দেশ মেরামত করা হবে, তার রূপরেখা অচিরেই প্রকাশ করা হবে।
খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, “রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন।”—এটা বিএনপি তৈরি করবে? যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত?’
কাদের আরও কিছু বিষয়ে প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে। পাঁচবার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত? যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত?
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, মুচলেকা দিয়ে যিনি লন্ডনে চলে গেছেন, তিনি হবেন আপনাদের নেতা?