The news is by your side.

যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই:  প্রধানমন্ত্রী

 এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

0 134

 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার এই পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

শুক্রবার সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তাদের সঙ্গে খারাপ আচরণ না করতে অভিভাবকদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা কৃতকার্য হতে পারেনি, তাদের একটা কথাই বলবো-হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরও ক্ষতি করে।

তিনি বলেন, আগামীতে যেন ভালোভাবে পাস করা যায়, সেভাবে তারা প্রস্তুত হবে-সেটাই আমি আশা করি। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে পারবে।

অকৃতকার্যদের বকাবকি না করে তাদের পড়াশোনায় মনোযোগী করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অভিভাবকদের বলবো ছেলেমেয়েরা ফেল করেছে বলে বকাবকি করবেন না কখনো। তাদের আরও আদর দিয়ে, ভালোবাসা দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করান।

তিনি বলেন, অযথা অমুকের ছেলে এই ভালো রেজাল্ট করলো আর তুমি পারলা না কেন-এই তুলনাটা যেন না করেন। এটা করা ঠিক না।

প্রধানমন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে, তারা যেন পড়াশোনায় মনোযোগ দেয় সেটি অভিভাবকরা বিশেষ করে দেখবেন। শিক্ষকদের বলবো তাদের প্রতি আরও মনোযোগী হন, ভবিষ্যতে যেন তারা কৃতকার্য হয়।

 

Leave A Reply

Your email address will not be published.