যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে সাড়ে ৭ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হলো।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর আশেপাশের স্টেশনে বেশ কিছু ট্রেন আটকে পড়ে।
লাইনচ্যুত বগি উদ্ধারের পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন যশোর স্টেশন থেকে ছেড়ে যায়। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোর চলাচলও শুরু হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।