The news is by your side.

যত তুমি গড বিশ্বাস করবে, তত তুমি মেয়েদের ঘৃণা করবে

গডের জন্য ভালোবাসা যত কমতে থাকে মানুষের,  মেয়েদের প্রতি মানুষের ঘৃণা তত কমতে থাকে

0 144

তসলিমা নাসরিন

আফগানিস্তানের গড বিশ্বাসী তালিবান আগের দিন মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ করলো, পরদিন দেশি বিদেশি সব এনজিওকে বলে দিল মেয়েদের যেন তারা ফায়ার করে, মেয়েরা যেন এনজিওতে আর না যায়।

বিশ্ববিদ্যালয়ে ছেলে আর মেয়ে  এক সঙ্গে পড়বে,  গড   একেবারেই  ব্যাপারটা পছন্দ করবে না বলে এই নিয়ম জারি করা হয়েছে।  এনজিওতে  কাজ করলে মেয়েদের ঘরের  বাইরে বেরোতে হবে। আসলে মেয়েদের ঘরবার হওয়াটাই গড পছন্দ করে না। মেয়েদের গড সৃষ্টি করেছে  ঘরে থাকার জন্য, ঘরে থেকে স্বামী সন্তানের যত্নআত্তি করার জন্য। মেয়েদের লেখাপড়া করা, চাকরি করা, উপার্জন করা, শিরদাঁড়া সোজা করা –কিছুই গড সহ্য করতে পারে না।

গড মেয়েদের ঘৃণা করে বলে গড লাভাররা মেয়েদের ঘৃণা করে। একেবারে সোজা হিসেব। গডের জন্য ভালোবাসা যত কমতে থাকে মানুষের,  মেয়েদের প্রতি মানুষের ঘৃণা তত কমতে থাকে।

Leave A Reply

Your email address will not be published.