জাভি হার্নান্দেজের অধীনে বার্সেলোনা ধীরে ধীরে পায়ের তলায় মাটি খুঁজে পেলেও সেটা যে স্পেনেই সীমাবদ্ধ। স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লা লিগার শীর্ষে উঠে আসা দলটি আবারও ব্যর্থ ইউরোপীয় মঞ্চে।
ওল্ড ট্রাফোর্ডে এবার নাটকীয়তায় ঠাসা ম্যাচে দুই ব্রাজিলিয়ানের ঝলকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২–১ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। নিজেদের ডেরা ন্যু ক্যাম্পে রোমাঞ্চকর প্রথম লেগ ২–২ সমতায় শেষ হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৪–৩ অগ্রগামিতায় উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় পৌঁছে গেছে ইউনাইটেড। গত মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ইউরোপা লিগে ঠাঁই হয়েছিল বার্সার। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসরেও সুবিধা করতে পারল না কাতালানরা।
গত সপ্তাহে ন্যু ক্যাম্পে দুই দলের প্রথম লড়াই ২-২ গোলে ড্র হয়েছিল।
অথচ ফিরতি লড়াইয়ে বার্সা যে হেরে যাবে, সেটা মনে হয়নি প্রথমার্ধের খেলা শেষেও। আলেসান্দ্রো বালদেকে ব্রুনো ফার্নান্দেস বোকার মতো ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১৮ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লেওয়ানদোস্কি।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান অ্যান্তোনি বদলি হিসেবে নামার পরই বদলে যায় ম্যাচের চালচিত্র, দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৪৭ মিনিটে ব্রুনোর অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলের ফ্রেড। ৭৩ মিনিটে গোল পান দাপিয়ে খেলা অ্যান্তোনিও। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
১৯৯৮-১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ ১৬-তে উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। গত অক্টোবরের পর এটি তাদের প্রথম পরাজয়। এতে ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামলো জাভি হার্নান্দেজের দলের।