The news is by your side.

ম্যাচ বয়কটের হুমকি পিএসজি ভক্তদের

0 117

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে দুই সপ্তাহ নিষিদ্ধ করেছিল পিএসজি। এক সপ্তাহ পরেই মেসির ওই নিষেধাজ্ঞা উঠে গেছে। পিএসজির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। দলটির আগামী লিগ ম্যাচেও খেলবেন তিনি।

মেসির নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ আরও কিছু কারণে পিএসজির স্বীকৃত ফ্যান ক্লাব (পিএসজি সদস্য) কালেন্টিফ আল্ট্রাস প্যারিস (সিইউপি) দলটির ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে।

সিইউপি জানিয়েছে, পিএসজির ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক শেষে তারা সিদ্ধান্ত নিয়েছে পার্ক দেস প্রিন্সেসে বা এর অভিমুখে তারা আপাতত কোন আন্দোলন করবে না। এটাই আপাতত সেরা সমাধান বলে মনে করছে তারা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তারা কিছু প্রশ্নের জবাব চেয়েছে।

লিওনেল মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না এই খবর বের হওয়ার পর ভক্তরা ‘মেসি ও নেইমার হটাও’ স্লোগানে বিক্ষোভ করে। নেইমার বারবার ইনজুরি পড়ায় এবং আচরণবিধি ভঙ্গ জনিতে কারণে আস্থা হারিয়েছেন তিনি। এছাড়া ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির বহিষ্কার চেয়ে আন্দোলনে নামে তারা।

Leave A Reply

Your email address will not be published.