The news is by your side.

ম্যাচের সাত মিনিট না পেরোতেই ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে

0 319

নেদারল্যান্ডস ম্যাচের আগেও কিলিয়ান এমবাপ্পের অফফর্ম নিয়ে হয়েছে জোর আলোচনা। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আস্থা রেখেছিলেন এই ফরোয়ার্ডের ওপর। সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এমবাপ্পে। ডাচদের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে পৌঁছে দিয়েছেন ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচটি জিতেছে ২-১ ব্যবধানে।

ইয়োহান ক্রুফ স্টেডিয়ামে আধিপত্য ছিল ফ্রান্সেরই। চোটজর্জর ডাচদের তেমন সুযোগ দেয়নি ফরাসিরা। ম্যাচের বয়স সাত মিনিট না পেরোতেই ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে।

৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের ব্যবধান বাড়ান ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই গোলের মধ্য দিয়ে মিচেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসে এমবাপ্পে এখন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা (৪২)। তাঁর সামনে আছে আন্তোয়ান গিয়েজমান (৪৪), থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ার জিরু (৫৪)।  ৮৩ মিনিটে ডাচদের হয়ে ব্যবধান কমিয়েছেন হার্টম্যান।

ম্যাচের পর এমবাপ্পেকে নিয়ে প্রশংসা করেছেন দেশম,’আমি উদ্বিগ্ন ছিলাম না, বিশেষ করে এমবাপ্পেকে না নিয়ে। সে আজ দেখিয়েছে তাঁকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’ ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখনো অনিশ্চিত ডাচরা। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গ্রীস।

Leave A Reply

Your email address will not be published.