দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট পুতিনের টেলিগ্রাম থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ‘রাষ্ট্রীয় কার্যক্রম, সুস্বাস্থ্য ও কল্যাণ’ কামনা করা হয়।
এর আগে প্রেসিডেন্ট পদে ভোটে লে পেনকে পরাজিত করেন ম্যাক্রোঁ। ২০ বছরের মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন।জয়ের পর বিশ্ব নেতারাও ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর মধ্যে অন্যতম হলো— মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।