The news is by your side.

মৌলবাদীদের হুমকির মুখে  সাংবাদিক  জান্নাতুল ফেরদৌস ও তার পরিবার

0 147

 

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করে  শুরু করেন সাংবাদিকতা।

২০১০ সালে রাষ্ট্রায়ত্ত  টেলিভিশন চ্যানেল  বাংলাদেশ টেলিভিশন –  বিটিভিতে   স্টাফ রিপোর্টার হিসেবে  যোগ দেন।  পেশাগত কাজে চ্যালেঞ্জ  রয়েছে জেনেও  এতটুকু পিছপা হন নি।

প্রথমে  ডেভেলপমেন্ট বিটে কাজ করেন।  কর্তব্যরত অবস্থায়  বিবিসি, এবি ইউ  ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ দেশী-বিদেশি বিভিন্ন  প্রতিষ্ঠানে প্রশিক্ষণ  গ্রহণ করেন। অংশ নেন বিভিন্ন কর্মশালায়।

২০১৩ সালে বিটিভি  তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল  সংক্রান্ত  সংবাদ  বুলেটিন তৈরির দায়িত্ব প্রদান করে।  দেশে তখন  মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের  বিচার কার্যক্রম চলছিল। সফলতার সঙ্গে  ট্রাইব্যুনালের  নিউজ কাভার করছিলেন  জান্নাতুল ফেরদৌস।

একইসঙ্গে  মানবতা বিরোধী অপরাধীদের বিচার দাবিতে  ঢাকায়  গণজাগরণ মঞ্চের  নিউজ লাইভে  সংযুক্ত করা হয়  তাকে।  এতে করে  মুক্তিযুদ্ধে মানবতার বিরোধী এবং তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়। জান্নাতুল ফেরদৌস এবং তার পরিবারের উপর  একের পর এক হুমকি আসে।

অবশ্য এতে করে তিনি থেমে যাননি। অদম্য সাহসিকতা নিয়ে  পেশাগত দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে  নারীর ক্ষমতায়ন এবং কর্ম ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিয়ে  ধারাবাহিক বিশেষ প্রতিবেদন  তৈরি এবং প্রচার করেন  জান্নাতুল ফেরদৌস।

ধর্মান্ধ  এবং উগ্র মৌলবাদী গোষ্ঠী  এসব প্রতিবেদন  নেতিবাচক ভাবে নেন। ব্যক্তিগতভাবে প্রতিবেদককে এবং পরবর্তী সময়ে অফিসে  ফোন করে এ জাতীয় প্রতিবেদন  না করার  জন্য বলা হয়।

মৌলবাদী গোষ্ঠীর  কথায় কান না দিয়ে বিটিভি কর্তৃপক্ষের নির্দেশে জান্নাতুল ফেরদৌস ধারাবাহিকভাবে  এসব প্রতিবেদন তৈরি করেন। এতে করে ক্ষিপ্ত হয়  মৌলবাদী গোষ্ঠী। জান্নাতুল ফেরদৌসকে মোবাইল ফোনে  একাধিকবার হুমকি প্রদান করে  একাধিক মৌলবাদী সংগঠন।

২০২৩ সালের শেষ দিকে এবং  ২০২৪ সালের শুরুতে  দেশে  উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী অপশক্তি  ফের মাথাচাড়া দেয়।  বিটিভি থেকে বাসায় ফেরার পথে  তিন বার সরাসরি  মৌলবাদী  গোষ্ঠীর হামলার শিকার হন।  বিটিভি কর্তৃপক্ষ  তার নিরাপত্তার দায়িত্ব নিতে ব্যর্থ হয়। উল্টো তাকে চাকুরীচ্যুত করে।

যোগ দেন – দেশের শীর্ষস্থানীয়  অনলাইন নিউজ পোর্টাল ‘ভিশন নিউজ ২৪ ‘ এর বার্তা সম্পাদক হিসেবে।

এরই মধ্যে দেশের রাজনৈতিক  প্রেক্ষাপট পরিবর্তন হলে  তার স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি  হুমকি এবং সংকটের মধ্যে পড়ে। হুমকির মধ্যে পড়ে  জান্নাতুল ফেরদৌসের পরিবার।

 

ভিশন নিউজ ২৪ থেকে সেপ্টেম্বর মাসে  তিনি নিউইয়র্ক যান  জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনের নিউজ কাভার  করতে।

অক্টোবরের শুরুর দিকে  ঢাকায় তার পরিবারের উপর  প্রকাশ্য হামলা চালায় দুষ্কৃতিকারীরা। জান্নাতুল ফেরদৌস দেশে ফিরলে, তাকে হত্যার হুমকি প্রদান করা হয়।

জান্নাতুল ফেরদৌসের মা রাবেয়া সুলতানা ভিশন নিউজ ২৪ কে জানান, তিনি এবং তাদের গোটা পরিবার  গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

জান্নাতুল ফেরদৌস জানান, মৃত্যু ভয়ে তিনি দেশে ফিরতে  ভয় পাচ্ছেন।

 

Leave A Reply

Your email address will not be published.