The news is by your side.

মোড়ক উন্মোচন : শহীদ খোন্দকার টুকু’র উপন্যাস- ‘ভ্রষ্ঠ মুক্তি’

0 213

জান্নাতুল ফেরদৌস

উচ্চকিত মানবিক মূল্যবোধের আলোকে বৈষম্যহীন ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় উৎকৃষ্ট সাহিত্য চর্চার উপর গুরুত্বারোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কথাশিল্পী শহীদ খোন্দকার টুকু’র উপন্যাস
ভ্রষ্ট মুক্তি ‘র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপন্যাসটির বিভিন্ন দিক তুলে ধরে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সাম্রাজ্যবাদ ও আধুনিকায়নের ফলে সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে, মানুষে – মানুষে যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে, নৈতিক এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে ; সেখান থেকে উত্তরণের জন্য তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধের দীক্ষিত হতে হবে।

উপন্যাসটির লেখক শহীদ খোন্দকার টুকু বলেন, ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে মানবিক মূল্যবোধের উপর সর্বাধিক জোর দিতে হবে।

শহীদ খোন্দকার টুকুর ভ্রষ্ট মুক্তি উপন্যাসটি প্রকাশ করেছে – অনন্যা প্রকাশনা সংস্থা।

Leave A Reply

Your email address will not be published.