The news is by your side.

মোহনীয় আগুন চোখে নতুন  লুকে ঝড় তুললেন জয়া আহসান!

0 188

বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি ৩৯ বছরের জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই, এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন।

নতুন লুকে ঝড় তুললেন জয়া আহসান

আজ দুপুরে জয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে ও কালো প্যান্টে। উপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পড়েছেন এই অভিনেত্রী। রঙিন ও মোহনীয় কোকঁড়া চুলে ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আবেদনময়ী পোশাকে দুর্দান্ত জয়া আহসান

একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছিনা! তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন ‘‘আপা’’!’

অপর একজন নারী ভক্ত লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে!’

অন্য একজন লিখেছেন, ‘এজন্যই আজকের তাপমাত্রা এত গরম!’

অবশ্য উল্টো চিত্রও আছে সেখানে। অর্থাৎ মন্দ বলেছেন, এমন ভক্তও রয়েছে বেশ কিছু। তবে মন্দ যে যাই বলুক, জয়া তাঁর আকর্ষনীয় লুকে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের। এতে কোনও সন্দেহ নেই।

Leave A Reply

Your email address will not be published.