The news is by your side.

মোসাদের এজেন্ট সাফাদির সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় গেলে ইসরাইল-বাংলাদেশ সম্পর্ক  দৃঢ় হবে: মেন্দি এন সাফাদি

0 102

 

চার মাস আগে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মেন্দি এন সাফাদির সঙ্গে আছে বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে মেন্দি এন সাফাদিকে বলতে শোনা যায়, ‘শুভ সকাল মি. রহমান। আমি মেন্দি।

’ রোববার সেই মেন্দি এন সাফাদি এক সাক্ষাৎকারে স্বীকার করেন, তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সরাসরি কথা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মেন্দি বলেন, হ্যাঁ, তার সঙ্গে কথা হয়েছে। তবে এ বিষয়ে এখন বেশি কিছু বলতে চাচ্ছি না।

বাংলাদেশে বিএনপি ক্ষমতায় গেলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলা আশাবাদ ব্যক্ত করেন মোসাদের এজেন্ট হিসেবে পরিচিত এই মেন্দি এন সাফাদি। ইসরাইলের লিকুদ পার্টির সদস্য মেন্দি বেসরকারি টেলিভিশন ‘সময়ে টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাবলার বিষয়টি স্বীকার করে জানান, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। সেই সঙ্গে দলটি ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠীগুলোকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে বলেও মত দেন তিনি।

চার মাস আগে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠকের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় তিনি বলছেন,  ‘শুভ সকাল মি. রহমান। আমি মেন্দি। আপনার প্রতিনিধি দলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।

আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমি কাজ করছি। যেসব তথ্য আমি চেয়েছি এবং যেগুলো পেয়েছি; সব বিষয়েই আমাদের আলোচনা হয়েছে। আমাদের মিশন সম্পর্কে কথা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার পেছনে যে টিম রয়েছে, তারা আমাদের মিশন সফল করার জন্য কাজ করছে। এ টিম বাংলাদেশের মানুষের মুক্ত জীবন ও গণতন্ত্র নিশ্চিত করবে।’

তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনারও আশ্বাস দিয়ে মেন্দি বলেন, ‘আমি আশা করি, এ টিম আপনাকে বাংলাদেশের নেতা হিসেবেও প্রত্যাবর্তন করাবে।’

বাংলাদেশের দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করে সাফাদি বলেন, ‘ধন্যবাদ। আশা করি, আপনার সঙ্গে খুব শিগগিরই লন্ডনে দেখা হবে।’

এই ভিডিওতে মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা যায় বিএনপির কৃষি বিষয়ক সহসম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও সাংবাদিক মামুন স্ট্যালিনকে। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও নিশ্চিত করেন মেন্দি এন সাফাদি।

Leave A Reply

Your email address will not be published.