The news is by your side.

মেয়েকে নিয়ে মন্দিরে প্রিয়ঙ্কা, ছবি প্রকাশ্যে ধেয়ে এল কটাক্ষ?

0 124

৩১ মার্চ মেয়ে মালতী ও স্বামী নিক জোনাসের ভারতে আসেন প্রিয়ঙ্কা চোপড়া। জন্মের পর এটাই মালতীর প্রথম ভারত ভ্রমণ। তাই শত ব্যস্ততার মধ্যেও মেয়েকে নিয়ে প্রিয়ঙ্কা পৌঁছলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। যদিও নিককে দেখা যায়নি মা-মেয়ের সঙ্গে। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন প্রিয়ঙ্কা। কিন্তু সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই ধেয়ে এল কটাক্ষ।

বৃহস্পতিবার সিদ্ধিবিনায়ক মন্দিরে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা মিলল প্রিয়ঙ্কার। আর সাদা ফ্রকে ছোট্ট মালতী। মায়ের কোলে সে অবাক দৃষ্টিতে দেখছে চারপাশ। দর্শনের পর মন্দিরের পুরোহিত উত্তরীয় ও টিপ পরিয়ে দেন মা-মেয়েকে।

সিদ্ধিবিনায়ক মন্দির থেকে দর্শন সেরে বেরিয়া আসার পর নিজের সমাজমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সঙ্গে লেখেন, ‘‘এমএম-এর (মালতী মেরি) প্রথম ভারত ভ্রমণ শ্রী সিদ্ধিবিনায়কের আশীর্বাদে নিয়ে সম্পূর্ণ হল।’’

সেই ছবি দেখে এক দিকে যেমন মালতীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া, বিপরীতে কটাক্ষের শিকার হলেন মালতীর মা। কারও তির্যক পর্যবেক্ষণ,‘‘ঈশ্বরের সামনে গিয়েও পোজ় দিচ্ছেন।’’ কারও মতে, ‘‘প্রিয়ঙ্কার আসলে সবটাই লোক দেখানো।’’ অভিনেত্রীকে কটাক্ষ করলেও মালতী প্রসঙ্গে কিন্তু কোনও নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি। এক বাক্যে সকলের দাবি, মালতী বড্ড শান্ত আর মিষ্টি।

Leave A Reply

Your email address will not be published.