The news is by your side.

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে মিয়ামি

0 199

 

ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রতিপক্ষের মাঠে প্রথম ম্যাচ। সেই ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাঈন কিংবদন্তি লিওনেল মেসি। মায়ামির জার্সি গায়ে ইতোমধ্যেই ৩ ম্যাচ খেলেই ৫ গোল করে ফেলা মেসি এই প্রথমবার গিয়েছিলেন প্রতিপক্ষের মাঠে। এফসি ডালাসের বিপক্ষে লিগ কাপের সেই ম্যাচে মেসির খেলা দেখতে ১০ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিলো সব টিকিট। ভক্তদের এই উন্মাদনা বৃথা যায়নি। পুরো ম্যাচজুড়ে মেসি ম্যাজিকে বুঁদ হয়ে থেকেছেন তারা। ডালাসের কাছে হারতে বসা ম্যাচে মেসির জাদুতেই সমতায় ফেরে মায়ামি, পরে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে ডেভিড বেকহ্যামের দল।

আজ সোমবার (৭ আগস্ট) প্রতিপক্ষের মাঠে প্রথমবার খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় মেসি। এই নিয়ে মায়ামির জার্সিতে তিন ম্যাচে শুরুর একাদশে থেকে তিন ম্যাচেই ১০ মিনিটের মধ্যেই গোলের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর।

ডালাসের মাঠে ম্যাচের ৬ মিনিটেই জর্ডি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। মায়ামির জার্সিতে এদিনই প্রথম একসঙ্গে মাঠে নেমেছিলেন সাবেক তিন বার্সেলোনা সতীর্থ মেসি-বুসকেটস-আলবা। ম্যাচের শুরুতেই মেসি -আলবার সেই পুরোনো রসায়নেই ডালাসের বিপক্ষে লিড নেয় মায়ামি।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে নিজেদের খেলার ধরণ পালটে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে থাক ডালাস। তাতে বেশ সফলও হয় তারা। মেসির গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধেই দুই গোল খেয়ে উল্টো ২-১ গোলে পিছিয়ে পড়ে মায়ামি।

ম্যাচ শেষ হতে তখন ৩০ মিনিটও বাকি নেই, ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে। এমন সময়ও একটি দল যার ভরসায় নির্ভার থাকতে পারে, মায়ামিতে সেই লিওনেল মেসি ছিলেন। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ডালাস এফসির বিপক্ষে ইন্টার মায়ামিকে উদ্ধার করলেন সেই মেসিই।

৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি ব্যবধান ৩-২ করেন। গোলটি হওয়ার পথে বেঞ্জামিনকে শেষ পাসটা দেন জর্দি আলবা। আর বক্সের বাইরে থেকে পড়ে যেতে যেতে আলবাকে ফাঁকায় বলটা বাড়িয়েছিলেন মেসিই।

এরপর আবার ডালাস এফসি ৪-২ গোলে এগিয়ে যায়। দলকে সমতায় ফেরাতে পরের দুটি গোলেও ‘অবদান’ রাখেন মেসি। ব্যবধান ৪-৩ করা গোলটির উৎস তাঁর ফ্রি-কিক। এরপর ৮৫ মিনিটে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক বলে জালে জড়ান সরাসরিই।

মেসির জোড়া গোলের সুবাদে টাইব্রেকারে গড়ানো ম্যাচে আর হতাশ হতে হয়নি মায়ামিকে। ডালাসকে ৫-৩ গোলে হারিয়ে লিগস কাপের শেষ আটে উঠেছে ইন্টার মায়ামি।

মেসি জাদুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেই সেন হারতে বসা ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায় মায়ামি। সেখানে ৫-৩ গোলে ডালাসকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেলো মায়ামি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাঠে নেমেই ৭ গোল করে দলকে টানা চতুর্থ জয় এনে দিয়েছেন মেসি।

Leave A Reply

Your email address will not be published.