The news is by your side.

মেসি ও এমি মার্তিনেসের অপরাধ খুঁজে পায়নি ফিফা

0 140

 

নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচেই রেফারির হলুদ কার্ডসহ ডাচ কোচের বিপক্ষে বিরূপ মন্তব্য নিয়ে সমালোচিত হতে হয়েছে মেসি ও এমিলিয়ানো মার্তিনেসকে।

তবে ফিফা বলছে এতে সেমিতে কোনো সমস্যা হবে না তাদের।

ফিফা ডিসিপ্লিনারি কমিটি আজ এক বিবৃতিতে জানায়, রেফারি মাতেও লাহোস, ডাচ কোচ লুইস ফন গালের বিপক্ষে কথা বলায় লিওনেল মেসি ও এমি মার্তিনেস কোনো পেনাল্টি পায়নি।

এই বিবৃতির পর নিশ্চিত হয়েছে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্কোস আকুনা এবং গনসালো মন্তিয়েল ছাড়া বাকি সবাই মাঠে নামতে পারবে।

শুক্রবার রাতে ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন লিওনেল মেসি ও এমি মার্টিনেজ। রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ করার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচে রেকর্ড ১৬টি হলুদ কার্ড দেখান রেফারি। সাধারণত কোনও দল ৫টি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে।

Leave A Reply

Your email address will not be published.