মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো
ব্রাজিল আর নেইমার না থাকায় আমি এখন আর্জেন্টিনাকে সমর্থন করছি : রিভালদো
বিশ্বকাপ ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল এবং নেইমার আসরে না থাকায় তিনি মেসি আর্জেন্টিনার সমর্থন দিচ্ছেন বলে উল্লেখ করেছেন।
সেমিফাইনালের লড়াইয়ে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ওই ম্যাচে ক্রোয়াটদের ৩-০ গোল হারিয়েছে মেসির আর্জেন্টিনা। জাদুকরী ফুটবল দেখিয়েছেন লিও। তার খেলা মাঠে থেকে উপভোগ করেছেন রিভালদো, রোনালদিনহো এবং রোনালদো ফেনেমেনন।
মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান ব্রাজিল কিংবদন্তি রিভালদো পেরেইরাও। ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ইনস্টাগ্রাম পোস্টে মেসির জন্য শুভকামনা জানিয়ে লেখেন, ‘ব্রাজিল আর নেইমার না থাকায় আমি এখন আর্জেন্টিনাকে সমর্থন করছি। মেসি, আরও আগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা তোমার প্রাপ্য ছিল। তবে স্রষ্টা সব জানেন, রোববারেই তোমার মাথায় উঠবে সেই মুকুট। তুমি যে ধরনের ব্যক্তিত্ব আর সব সময় যে সুন্দর ফুটবল খেলে এসেছ, এ ট্রফি তোমার প্রাপ্য। তোমাকে টুপিখোলা অভিনন্দন। স্রষ্টা তোমার মঙ্গল করুন।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ছয় ম্যাচ খেলেছে। এর মধ্যে মেসি চার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন। আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন। মেসিকে তাই রিভালদো টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন, ‘তুমি (মেসি) ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যে অসাধারণ ফুটবল তুমি এরই মধ্যে খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন।’
মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার অপেক্ষায় তাঁর বন্ধু ও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজও। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তুমি যে বিশ্বসেরা, সেটি দেখাতে কখনো ক্লান্তি বোধ করোনি। এই ছেলে ফুটবলকে যা দিয়েছে, গোটা বিশ্ব তাকে উঠে দাঁড়িয়ে হাততালি দিক।’