The news is by your side.

মেসির জোড়া গোলে আটালান্টাকে উড়িয়ে দিলো মায়ামি

0 117

 

ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়ে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক লিওনেল মেসি। মায়ামির হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমে ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে গোল করে দলকে জয়ের মুখ দেখিয়েছিলেন। এবার অধিনায়ক হিসেবে ম্যাচের শুরু একাদশে নেমে জোড়া গোলের পাশাপাশি ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ৪-০ গোলের বড় জয় এনে দিয়েছেন মায়ামিকে। শুধু নিজের পারফরম্যান্সই না, টানা ১১ ম্যাচ জয়ের মুখ না দেখা ইন্টার মায়ামির জন্য যেন দেবদূত হয়েই এসেছেন মেসি। হারতে হারতে জয়ের মুখ দেখা ভুলে যাওয়া দলটা যেন এক মেসিকে পেয়েই রাতারাতি বদলে গেলো খোলনচলে।

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় ড্রাইভ পিংক স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির নেতৃত্বেই মাঠে নামে মায়ামি। মেসি জাদুতে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে ঘরের সমর্থকদের উল্লাসে মাতিয়েছেন জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। জোরা গোলসহ একটি অ্যাসিস্ট করেছেন মেসি, দলের অন্য দুই গোল করেছেন রবার্ট টেইলর। ক্রুজ আজুলের বিপক্ষেও গোল পেয়েছিলেন এই ফরোয়ার্ড।

মায়ামির অধিনায়কের আর্মব্যান্ড হাতে মাঠে নেমে এদিন শুরু থেকেই নিজের পায়ের জাদুতে ঘরের মাঠের দর্শকদের বুঁদ করে রাখেন মেসি। ম্যাচের মাত্র ৮ মিনিটেই  আটালান্টার জাল খুঁজে নেয় মেসির শট। ম্যাচের সপ্তম মিনিটে আক্রমণে উঠেছিলো আটালান্তা। মায়ামির গোলকিপারের হাত ছুঁয়ে বল গিয়ে লাগে গোলপোস্টে। সেখান থেকে বল পান মেসির সঙ্গেই মায়ামিতে যোগ তার সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস। স্প্যানিশ এই তারকার দুর্দান্ত এক ক্রস থেকে বল পেয়ে পাটা আক্রমণে ওঠেন মেসি। গোলরক্ষককের পাশ দিয়ে শট নিলেও সেই শট আটকে যায় গোলপোস্টে লেগে। তবে ফিরতি বলেই আবার আটালান্টার দুই খেলোয়াড়ের মাঝে ঢুঁকে দ্বিতীয় চেষ্টায় বলে জাল জড়ান মেসি।

এটি ছিল মায়ামির হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গোল। গোল পেয়ে খেলার ধার আরও বেড়ে যায় মায়ামির। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে আটলান্টার রক্ষণকে। যার ফল ম্যাচের ২২ মিনিটে ধরা দেয়। মাঝমাঠ থেকে বল টেনে বাঁ দিক দিয়ে ফাঁকায় থাকা রবার্ট টেলরকে পাস দেন মেসি। টেলর প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ব্যাকপাসে মেসিকে দিলে সেখান থেকে দলের লিড দ্বিগুণ করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিরতির আগে গোলের দেখা পান রবার্ট টেলর। মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচির কাছ থেকে বল পেয়ে ম্যাচের ৪৪ মিনিটে দলের লিড আরও বাড়ান রবার্ট টেলর। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটের সময় দলের লিড ৪ এ উন্নীত করেন টেলর। কাউন্টার অ্যাটাকে নিজেদের হাফ বল ধরে প্রতিপক্ষে ডিফেন্স ভেঙে টেলরকে পাস দেন মেসি। সেখান থেকে গোল করতে ভুল হয়নি তার।

জয় নিশ্চিত করে ৭৭ মিনিটে মাঠ ছাড়েন মেসি। বদলি হিসেবে নামেন রবি রবিনসন। বুসকেতসকে বদলি করা হয় আরও ৫ মিনিট আগে।

শেষদিকে আটলান্টা পেনাল্টি পেলেও হারের ব্যবধান কমাতে পারেনি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফুটবলার থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত মায়ামি জেতে ৪-০ গোলেই। আটলান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি-বুসকেতসের সাবেক সতীর্থ জর্দি আলবার অভিষেকের সম্ভাবনার কথা শোনা গেলেও এই ম্যাচে তাকে দেখা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.