The news is by your side.

মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামির নাটকীয় জয়

0 175

 

পয়েন্ট হারানোর পর লিওনেল মেসির অভাবটাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো। ডিসি ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়েও যেন একই হাল মায়ামির। অনেক চেষ্টাতেও গোল পাচ্ছিল না গোলাপি জার্সিধারীরা। অতিরিক্ত সময়ে গড়ানোর পর নাটকীয় মোড় আসে ম্যাচে। আর তাতে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

রোববার ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতা মার্টিনোর দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পানা।

মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেওয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক।

৪৩তম মিনিটে সবচেয়ে সহজতম সুযোগ মিস করেন বেঞ্জামিন ক্রামাসি। বাম প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস পেয়েছিলেন ফাঁকায়। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি এই মিডফিল্ডার। ৭১তম মিনিটে দূর থেকে নেওয়া মেসির শট লাফিয়ে ফ্লিকের মাধ্যমে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক অ্যালেক্স বোনো। ৮৬তম মিনিটে মুরিয়েলের শট বামে ঝাঁপিয়ে জালে পৌঁছাতে দেননি মায়ামি গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডার।

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে প্রতিক্ষার সেই ক্ষণ। ঠিক মাঝ মাঠ থেকে বুসকেতসের বাড়ানো উঁচু পাস বাম পা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের উচু শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষভেদ করেন কাম্পানা। লাফিয়ে ওঠারও সময় পাননি বোনো।

টানা ৫ জয়ের পর চোটের কারণে মেসির খেলতে না পারা ম্যাচে হোঁচট খেয়েছিল মায়ামি। আবার দলটি ফিরল জয়ের ধারায়। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে সিনসিনাতি। ডিসি ইউনাইটেড ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার ন’য়ে।

 

Leave A Reply

Your email address will not be published.